ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আত্মসাৎ করা টাকা ফেরত পেতে ভুক্তভোগীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২০
আত্মসাৎ করা টাকা ফেরত পেতে ভুক্তভোগীদের মানববন্ধন মানববন্ধন। ছবি: বাংলানিউজ

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় গ্রাহকদের ১৭ কোটি টাকা নিয়ে উধাও হয়েছে সানলাইফ উন্নয়ন সংস্থা নামে একটি ভুয়া বেসরকারি সংস্থা (এনজিও)। আত্মসাৎ করা টাকা ফেরত পেতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

 

সোমবার (২৪ আগস্ট) উপজেলার তুষখালী-বড়মাছুয়া সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ভুক্তভোগী গ্রাহকদের পক্ষে বক্তব্য রাখেন- রোজি পারভীন, লাকী বেগম, পুতুল, খাদিজা, শাহজালাল, নূরজাহান, মালেক মোল্লা, নাসরিন, সেফালী, আসমা বেগম প্রমুখ।
ভুক্তভোগীদের দেওয়া তথ্যানুযায়ী জানা গেছে, ওই এনজিওটি ১০ বছর মেয়াদী ডিপিএস, সঞ্চয়, দ্বিগুণ মুনফাসহ লোভনীয় প্রতিশ্রুতি দিয়ে গ্রাহক প্রতি ১ লাখ থেকে ৭ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।  
  
ভুক্তভোগীরা জানান, সানলাইফ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক  সিদ্দিকুর রহমান ওরফে জাফর ২০০২ সালে তুষখালী এলাকায় একটি অফিস ভাড়া নেন। তারা উপজেলার বিভিন্ন এলাকার সহস্রাধিক গ্রাহকের কাছ থেকে ১৭ কোটি টাকা আদায় করে দেন।

এ ব্যাপারে জানতে ওই এনজিওর ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুর রহমান ওরফে জাফরের সবকটি নম্বর বন্ধ পাওয়া যায়।  

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ