ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০২০
সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ সদস্যের মৃত্যু নিহত পুলিশ সদস্যের বাবার হাতে টাকা তুলে দিচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আউয়াল। ছবি: বাংলানিউজ

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান বাদশা (৪৮) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।  

শনিবার (২২ আগস্ট)  বিকেলে উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপাল চরণ গ্রামে এ ঘটনা ঘটে।

হাবিবুর রহমান ওই গ্রামের রমজান আলী প্রামাণিকের ছেলে।

তিনি ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ নিরাপত্তা বাহিনীতে (এসপিবিএন) কনস্টেবল পদে কর্মরত ছিলেন।  

স্থানীয়রা জানায়, সম্প্রতি তিনি ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন। বিকেলে বাড়িতে থাকা কবুতরের বাসা ঠিক করছিলেন বাদশা। এসময় কবুতরের বাসার পাশে থাকা বৈদ্যুতিক লিকেজ তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বাংলানিউজকে বলেন, নিহত পুলিশ সদস্যের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তিনি আরো জানান, নিহতের পরিবারকে জেলা পুলিশের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা দেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আউয়াল।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad