ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

জামালপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ত্রাণ মন্ত্রণালয়ের সচিব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
জামালপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ত্রাণ মন্ত্রণালয়ের সচিব জামালপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ত্রাণ মন্ত্রণালয়ের সচিব

জামালপুর: জামালপুরের ইসলামপুরে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহসীন।  

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে ইসলামপুরের গুঠাইল, মনিয়ার চর, বেলগাছা ও চিনাডুলী এলাকা পরিদর্শন করেন তিনি।

 

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রকল্পসমূহের আওতায় বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।  

এর আগে, বেলা ১১টার দিকে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং বন্যা পরবর্তী পুনর্বাসন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সভায় অংশ নেন।  

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক এনামুল হক, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দীপক রঞ্জন অধিকারী, জামালপুর-২ আসনের এমপি ফরিদুল হক খান দুলাল, জামালপুর ও শেরপুর আসনের সংরক্ষিত মহিলা এমপি হোসনে আরা, ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।