ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানের আগুন নিয়ন্ত্রণে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানের আগুন নিয়ন্ত্রণে  আগুন। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় হাতিম স্টিম নামে একটি শিল্প প্রতিষ্ঠানে লাগা আগুন ২ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট।

বুধবার (১৯ আগস্ট) রাত ৮টায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রাত ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।  

নারায়ণগঞ্জ সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বাংলানিউজকে জানান, রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় হাতিম স্টিমের তিনতলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাঞ্চন, আড়াইহাজার, ডেমরা ও পূর্বাচল ফায়ার সার্ভিসের ১২ ইউনিট কাজ করেছে। প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।  

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।