ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধুর প্রতি যুক্তরাষ্ট্র দূতাবাসের শ্রদ্ধা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
বঙ্গবন্ধুর প্রতি যুক্তরাষ্ট্র দূতাবাসের শ্রদ্ধা ...

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

শনিবার (১৫ আগস্ট) দূতাবাস এক ভিডিও বার্তায় বঙ্গবন্ধুকে স্মরণ করে।

ভিডিও বার্তায় বলা হয়, আজ জাতীয় শোক দিবস। ৪৫ বছর আগে এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদাত বরণ করেছেন। ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস গর্বিত, বঙ্গবন্ধু যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট আয়োজিত এক্সচেঞ্জ প্রোগ্রাম — ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রামে (আইভিএলপি) বাংলাদেশ থেকে অংশ নেওয়া শুরুর দিকের অন্যতম অংশগ্রহণকারী। তার জন্মশতবর্ষে আমরা একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তার উত্তরাধিকারকে সশ্রদ্ধ সালাম জানাই।

উল্লেখ্য, ১৯৫২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুক্তরাষ্ট্রে আইভিএলপি’তে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ