ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে মাছের পোনা অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
বাগেরহাটে মাছের পোনা অবমুক্ত ছবি: বাংলানিউজ

বাগেরহাট: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাগেরহাটের বিভিন্ন সরকারি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে বাগেরহাট সদর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক (এসপি) মো. মামুনুর রশীদ।

 

এ সময় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহমুদ, জেলা মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ মুছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীণ, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফেরদাউস আনসারীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে বাগেরহাটের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পুকুর, নদী, খাল ও বিলে মাছের পোনা অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ