ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মিঠামইনে নৌকা ডুবে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
মিঠামইনে নৌকা ডুবে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলায় নৌকা ডুবে নিখোঁজ সালেহা আক্তার (৬৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।  

শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার গোপদিঘী ইউনিয়নের শরীফপুর গ্রাম সংলগ্ন সাধুর বাঁধ এলাকার হাওর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

সালেহা উপজেলার ঘাগড়া ইউনিয়নের মালিউন্দ বড়বাড়ী গ্রামের মৃত সুলতান মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সালেহা দীর্ঘদিন ধরে বিভিন্ন অসুখে ভুগছিলেন। চিকিৎসা শেষে শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় গ্রামের বাড়িতে যাওয়ার জন্য সালেহাসহ আটজন করিমগঞ্জ উপজেলার চামড়াঘাট থেকে ইঞ্জিনচালিত একটি ছোট নৌকা ভাড়া করেন। পথে রাত সাড়ে ৮টার দিকে মিঠামইনের সাধুর বাঁধ এলাকার হাওরে প্রচণ্ড বাতাসের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। সে সময় নৌকার অন্য যাত্রীরা সাঁতরে ঘটনাস্থলের কাছে থাকা জেলে নৌকায় উঠে রক্ষা পেলেও নিখোঁজ হন সালেহা। রাতভর খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। শনিবার সকালে দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ গজ ভাটিতে তার ভাসমান মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad