ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যশোরে ৩ কিশোর নিহত: তথ্যানুসন্ধানে মানবাধিকার কমিশনের কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
যশোরে ৩ কিশোর নিহত: তথ্যানুসন্ধানে মানবাধিকার কমিশনের কমিটি শিশু উন্নয়ন কেন্দ্র (বালক)। ছবি: বাংলানিউজ

ঢাকা: যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে সংঘর্ষে ৩ কিশোরের নিহত হওয়ার ঘটনার তথ্যানুসন্ধানে কমিটি গঠন করেছে জাতীয় মানবাধিকার কমিশন।

কমিশনের উপ-পরিচালক এম. রবিউল ইসলামকে সভাপতি ও সহকারী পরিচালক মো. আজহার হোসেনকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এ বিষয়ে ১৪ আগস্ট কমিশনের এক স্মারকে বলা হয়, মানুষ হত্যার এ ধরনের ঘটনা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এটি মানবাধিকারের চরম লংঘন মর্মে মনে হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোরদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

এ ঘটনায় নিহতরা হলো- বগুড়ার শিবগঞ্জের তালিবপুর পূর্বপাড়ার নান্নু প্রামাণিকের ছেলে নাঈম হোসেন (১৭), একই জেলার শেরপুর উপজেলার মহিপুর গ্রামের নুরুল ইসলাম নুরুর ছেলে রাসেল ওরফে সুজন (১৭) এবং খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিম সেনপাড়ার রোকা মিয়ার ছেলে পারভেজ হাসান রাব্বি (১৭)। নিহত রাব্বির রেজিস্ট্রেশন নম্বর ১১৮৫৩। আর রাসেল ও নাঈমের রেজিস্ট্রেশন নম্বর যথাক্রমে ৭৫২৪ ও ১১৯০৭।

** যশোর শিশু উন্নয়নকেন্দ্রে ২ গ্রুপের সংঘর্ষ, প্রাণ গেলো ৩ কিশোরের

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
ইএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।