ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দীঘিনালায় সন্ত্রাসীদের গুলিতে নারী নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
দীঘিনালায় সন্ত্রাসীদের গুলিতে নারী নিহত  খাগড়াছড়ির মানচিত্র

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে মোর্শেদা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে তার ছোট ছেলে মো. আহাদ (১০)।


 
শনিবার (১৫ আগস্ট) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। মোর্শেদা বেগম স্থানীয় ভূমি রক্ষা কমিটির সভাপতি আব্দুল মালেকের স্ত্রী।
 
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব বাংলানিউজকে জানান, সন্ত্রাসীরা গভীর রাতে আব্দুল মালেকের ঘর লক্ষ্য করে এলোপাতারি গুলি করে পালিয়ে যায়। এতে মোর্শেদা ও তার ছেলে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মোর্শেদা বেগমকে মৃত ঘোষণা করেন। তার ছেলে আহাদ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
 
তবে এ ঘটনায় কারা জড়িত তা এখনো জানা জানা যায়নি।
 
বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
এডি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।