ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভারতীয় গণমাধ্যমের খবরে বাংলাদেশের নিন্দা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
ভারতীয় গণমাধ্যমের খবরে বাংলাদেশের নিন্দা কলকাতার বাংলাদেশ মিশন

ঢাকা: ভারতের উত্তর পূর্বাঞ্চলের তিনটি গণমাধ্যমে প্রকাশিত মিথ্যা, গুজব ও বানোয়াট খবরের নিন্দা জানিয়েছে বাংলাদেশ।  

শুক্রবার (১৪ আগস্ট) কলকাতার বাংলাদেশের উপ-হাইকমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপদেষ্টা, নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে জড়িয়ে মিথ্যা, গুজব ও বানোয়াট খবর প্রকাশ করছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি গণমাধ্যম। এসব গণমাধ্যমের মধ্যে রয়েছে দি ইস্টার্নলিংক ডট কম, নিনাওডটইন ও লুকইস্টডটইন।

এসব গণমাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি এডিট করে বিকৃতভাবে পরিবেশন করা হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বকে আঘাত করার চেষ্টা চলছে।

বাংলাদেশকে টার্গেট করে এ ধরনের মিথ্যা প্রচারণার নিন্দা জানিয়েছে কলকাতার বাংলাদেশ মিশন।

বাংলাদেশ সময়: ০৬১৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
টিআর/এসআই 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad