ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কুষ্টিয়ায় ট্রাকের চাপায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪৬, আগস্ট ১৫, ২০২০
কুষ্টিয়ায় ট্রাকের চাপায় যুবক নিহত

কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাটে ট্রাকের চাপায় শিপন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) রাত ১১টার সময় কবুরহাট এলাকার বটতৈল-পোড়াদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিপন ওই এলাকার ফজলু হকের ছেলে। তিনি নির্মাণ শ্রমিকের সহকারী হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, শিপন রাতে কবুরহাট বাজার থেকে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। এসময় পোড়াদহ থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক অন্য আরেকটি গাড়িকে সাইড দিতে গিয়ে শিপনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিপন মারা যান।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তবে চালক বা ট্রাকটির সন্ধান মেলেনি।

বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।