ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

দক্ষিণখানে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২০
দক্ষিণখানে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

ঢাকা: রাজধানীর দক্ষিণখান ফায়দাবাদ এলাকার একটি বাসা থেকে সারাভান তোহোরা (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (১৪ আগস্ট) বেলা আড়াইটার দিকে ফায়দাবাদ গণকবরের পশ্চিম পাশে বাচ্চু মিয়ার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে রাতে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যার কলেজ অ্যান্ড হাসপাতাল মর্গে পাঠানোক হয়েছে।

দক্ষিণখান থানার উপপরিদশর্ক (এসআই) মো. হাসান আলী বাংলানিউজকে জানান, তোহোরার বাড়ি সাতক্ষীরার কলারোয়া  উপজেলায়। ৫ থেকে ৬ মাস আগে প্রেমের সম্পর্কে বিয়ে করে তোহোরা ও ওয়ার্কশপ কর্মচারী আওলাদ হোসেন শান্ত। এরপর থেকে বাচ্চু মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। শুক্রবার দুপুর আড়াইটার দিকে খবর পেয়ে ওই বাসা থেকে তোহোরার মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় আঘাতের (শ্বাসরোধ) চিহ্ন রয়েছে।

তিনি জানান, প্রাথমিক তদন্তে জানতে পেরেছি পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার সকাল ১১টার মধ্যে স্বামী শান্ত তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছে। এ ঘটনায় তোহোরার বাবা আবুল হোসেন থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামি শান্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। আর ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২০
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।