ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধু হত্যার বিচার দাবি সাংস্কৃতিক জোটের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২০
বঙ্গবন্ধু হত্যার বিচার দাবি সাংস্কৃতিক জোটের

ঢাকা: ১৫ আগস্ট শহীদদের স্মরণে নাট্য ও চলচ্চিত্র অঙ্গণের খ্যাতিমান শিল্পীদের প্রদীপ প্রজ্জ্বলন ও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে সংক্ষিপ্ত সমাবেশ করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ করে তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র অরুন সরকার রানা।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিত্রনায়িকা প্রিয়দর্শিনী মৌসুমী, নাট্যশিল্পী তারিন জাহান, চিত্রনায়িকা শাহনুরসহ চলচ্চিত্র ও নাট্য শিল্পীরা। সমাবেশে বক্তারা বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনাকারীদের দ্রুত বিচারের দাবি জানান।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২০
এইচএমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।