ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাওয়ার ভিডিও বন্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে চীন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২০
খাওয়ার ভিডিও বন্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে চীন ...

ঢাকা: খাবারের অপচয় নিরুৎসাহিত ও স্বল্প আহারকে উৎসাহিত করতে অনলাইন মাধ্যমগুলোতে খাওয়ার ভিডিও প্রচার বন্ধ করতে কঠোর ব্যবস্থা নিচ্ছে চীন।

শুক্রবার (১৪ আগস্ট) ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

এতে বলা হয়, অনলাইনে খাওয়ার ভিডিও বন্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে চীন। এই লক্ষ্যে চায়না অ্যাসোসিয়েশন অব পারফর্মিং আর্টস খাওয়ার ধারণকৃত ভিডিও প্রচার বন্ধ ও সরাসরি সম্প্রচার মাধ্যমগুলোকে এ সংক্রান্ত নিয়মকানুন জোরদারে তাগিদ দিয়েছে। একই সাথে খাবারের অপচয়ে সবার দৃষ্টি আকর্ষণ করতে পারে এমন ভিডিও ক্লিপগুলি নিষিদ্ধ করার কথা স্মরণ করিয়ে দিয়েছে সংস্থাটি।

চীন সরকার মনে করছে, খাবারের অপচয় কোনক্রমেই উচিত নয়, এমনকি যদি লোকেরা আগের চেয়ে আরো বেশি অর্থের মালিকও হয়ে যায়। আর খাওয়ার ভিডিও দেখে অনেকেই উৎসাহিত হয়ে খাবার অপচয় করে থাকেন। সে কারণে খাওয়ার ভিডিও বন্ধ করতে চায় দেশটি।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২০
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।