ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

আদিতমারীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২০
আদিতমারীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা  জরিমানা। ছবি: প্রতীকী

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় বোমা মেশিন ধ্বংস করে আব্দুল খালেক নামে এক মেশিন মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার মহিষখোচা ইউনিয়নের কুটিরপাড় গ্রামে অভিযান চালিয়ে মেশিন ধ্বংস করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন।

মেশিন মালিক আব্দুল খালেক উপজেলার পলাশী ইউনিয়নের মহিষাশ্বহর গ্রামের মনতাজ আলীর ছেলে।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন বাংলানিউজকে বলেন, উপজেলার কুটিরপাড় গ্রামে বোমা মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এমন খবরের ভিত্তিতে পুলিশ নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি মেশিন ধ্বংস করা হয়। এসময় মেশিনে থাকা আব্দুল খালেককে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম করাদণ্ড দেওয়া হয়। পরে রাতে জরিমানা পরিশোধ করে মুক্তি পান আটক আব্দুল খালেক।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।