ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করতোয়া নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২০
করতোয়া নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় করতোয়া নদীতে ডুবে কারিমা খাতুন (৬) ও দিথি খাতুন (৭) নামে ২ শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া নামাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া নামাপাড়া গ্রামের আব্দুল করিমের মেয়ে মোছা. কারিমা খাতুন (৬) ও একই গ্রামের প্রতিবেশি আব্দুর রাজ্জাকের মেয়ে মোছা. দিথি খাতুন (৭)।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, বাড়ির পাশে খেলা করার সময় পানিতে ডুবে নিখোঁজ হয় ওই দুই শিশু। পরে স্থানীয়রা শিশুদের মরদেহ উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২০
কেইউএ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।