ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কেরালায় বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২০
কেরালায় বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা: ভারতের কেরালার কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৪ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠানো এক বার্তায় শোকপ্রকাশ করেন শেখ হাসিনা।

 

শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, কেরালার কোঝিকোড় বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার সংবাদ পেয়ে আমি মর্মাহত এবং দুঃখিত।  মর্মান্তিক এ দুর্ঘটনায় বাংলাদেশের জনগণ এবং সরকারের পক্ষ থেকে স্বজন হারানো পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি।

শোকবার্তায় প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

ভারতের কেরালার কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি এক্সপ্রেস প্লেন। ১৮৪ জন যাত্রী ও ৭ জন ক্রুসহ দুবাই ফেরত ফ্লাইটটি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে দুই টুকরো হয়ে যায়। এতে পাইলটসসহ ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২৩ জন।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২০
এমইউএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।