ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু পানিতে ডুবে মৃত্যু। ছবি: প্রতীকী

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে আসমা (৮) ও নোহা (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।

আসমা ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরে শান্তিবাগ এলাকার মুজাম্মেল হোসেনের মেয়ে। নোহা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মাছিহাতা ইউনিয়নের চিনাইর পূর্বপাড়ার সোহাগ মিয়ার মেয়ে।

আসমার পারিবারিক সূত্রে জানা যায়, তারুয়া গ্রামে একটি অনুষ্ঠানের দাওয়াতে গিয়ে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায় আসমা। পরে ডোবা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে নোহা দুপুরে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলা করছিল। এরপর থেকে পরিবারের লোকজন তাকে খুঁজে পাচ্ছিল না। পরে পানি থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৈয়দ আরিফুল ইসলাম জানান, দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।