ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শার্শায় নবজাতক কন্যাশিশু উদ্ধার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২০
শার্শায় নবজাতক কন্যাশিশু উদ্ধার

বেনাপোল (যশোর): শার্শার উপজেলার বাগ আঁচড়ার পল্লীবিদুৎ অফিসের পাশ থেকে একদিন বয়সী এক নবজাতক কন্যাশিশুকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা।  

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাগঁআচড়া পল্লীবিদুৎ অফিসের পাশ থেকে বাবুল নামের এক চায়ের দোকানদার শিশুটিকে উদ্ধার করে।

বাগ আঁচড়া ইউনিয়নের সাতমাইল ইউপি সদস্য আবু তালেব জানান, সকালে বাগঁআচড়া পল্লীবিদুৎ অফিসের পাশের চায়ের দোকানদার শিশুটিকে রাস্তার পাশে কাপড়ে মোড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। পরে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়েছিলাম এবং শিশুটির প্রকৃত বাবা-মাকে খোঁজার চেষ্টা চলছে।

বাগ আঁচড়া পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) আনারুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরে শিশুটিকে চায়ের দোকানদার বাবুল নিতে আগ্রহ প্রকাশ করেন। এবং শিশুটির নিরাপত্তার স্বার্থে তার কাছে লিখিত নিয়ে  হস্তান্তর করা হয়েছে। এছাড়া এই কন্যা শিশুটির প্রকৃত বাব-মাকে খোঁজার চেষ্টা চলছে।

 বাংলাদেশ সময়: ০৭৪২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।