ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

সিলেটে চিকিৎসা অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৭, আগস্ট ১৪, ২০২০
সিলেটে চিকিৎসা অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

সিলেট: সিলেটে নর্থ ইষ্ট মেডিক্যালে কলেজ হাসপাতালে চিকিৎসা অবহেলায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ ওঠেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ফাতেহা বেগম (৩২) ওসমানীনগর উপজেলার নিজ মান্দারুকা গ্রামের সুমন আহমেদের স্ত্রী।

জানা গেছে, অন্ত:সত্বা ফাতেমা বেগমকে হাসপাতালে নর্থ ইষ্ট মেডিক্যালে কলেজ হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। কিন্তু যথাসময়ে চিকিৎসা না পেয়ে তিনি মারা যান।

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মৃতের স্বজনরা অভিযোগ করেছেন চিকিৎসা অবহেলায় ওই প্রসূতি মারা গেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২০
এনইউ/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।