ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে ভাতিজার লাথিতে চাচার মৃত্যুর অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
সিলেটে ভাতিজার লাথিতে চাচার মৃত্যুর অভিযোগ

সিলেট: সিলেটে ভাতিজার লাথিতে আজমল আলী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৮ দিকে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি (চান্দাই) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আজমল আলী ওই গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মহানগর পুলিশের দক্ষিণ সুরমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বাংলানিউজকে বলেন, এদিন বিকেলে আনোয়ার হোসেন নামে এক যুবকের মা মারা যান। রাত ৯টায় তার দাফন হওয়ার কথা ছিল। এসময় মুরব্বী হিসেবে আজমল আলী নিজের কর্তৃত্ব ফলানোর চেষ্টা করেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আনোয়ার তার সৎ চাচা আজমল আলীকে লাথি দিলে জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়েন তিনি। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

এ বিষয়ে আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার তার মা মারা গেছেন। মায়ের দাফন নিয়ে তিনি ব্যস্ত ছিলেন। এদিন ঝামেলার মাঝে তার চাচাও আচমকা জ্ঞান হারালে বিষয়টি কে বা কারা রংচং দিয়ে চারিদিকে ছড়িয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩৫৬  ঘণ্টা, আগস্ট ১৪, ২০২০
এনইউ/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।