ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ভুয়া এমএলএম কোম্পানির অফিসে র‌্যাবের অভিযান,  আটক ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
ভুয়া এমএলএম কোম্পানির অফিসে র‌্যাবের অভিযান,  আটক ৮ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বাড্ডায় ‘গ্লোবাল গেইন ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের একটি ভুয়া এমএলএম কোম্পানির অফিসে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)।
এসময় অফিসটি থেকে বিপুল পরিমাণ চেকবই ও মানি রিসিপ্ট উদ্ধারসহ ৮ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যার পর র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসুর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।

পলাশ বসু জানান, মধ্যবাড্ডার ট্রপিকাল মোল্লা টাওয়ারে গ্লোবাইন গেইন নামের একটি এমএলএম কোম্পানির অফিসে অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

জানা যায়, গ্লোবাইল গেইন নামের ওই কোম্পানিটি এ পর্যন্ত প্রায় এক লাখ মানুষের কাছ থেকে নানা অপকর্মের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। কথিত এমএলএম কোম্পানিটির ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে মোট চারটি অফিস রয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
পিএম/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।