ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভাষানটেকে অস্ত্রসহ শাহাদাত বাহিনীর ৫ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
ভাষানটেকে অস্ত্রসহ শাহাদাত বাহিনীর ৫ সদস্য আটক প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর ভাষানটেক এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ শাহাদাত বাহিনীর পাঁচ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটক ব্যক্তিরা হলেন- রফিকুল ইসলাম রনি (৩০), মনির হোসেন বাবু (৩৪), সাইফুল ইসলাম (৩৫), শাহিন মিয়া (৩৯) ও সোহেল রানা (৩১)।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চারটি চাপাতি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভাষানটেক বাজার থেকে তাদের আটক করার বিষয়টি জানান ডিএমপি ডিবি তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. শফিকুল ইসলাম।

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির উদ্দেশে ভাষানটেক বাজারে একত্রিত হয়েছিলেন। সবাই মিরপুর ও পল্লবী এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত শাহাদাত বাহিনীর সদস্য।

তাদের মধ্যে রফিকুল ইসলাম রনি পল্লবী থানার একটি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া অন্যদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
পিএম/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।