ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাবনায় বাসচাপায় নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
পাবনায় বাসচাপায় নিহত ৩

পাবনা: পাবনা-ঢাকা মহাসড়কের চিনাখড়া চৌরাস্তা এলাকায় সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাসচাপায় ভ্যান চালক, স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন।

বুধবার (১২ আগস্ট) রাত ১টার দিকে সুজানগর উপজেলার চিনাখড়া মহাসড়ক বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদের ছেলে চিনাখড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সোহেল রানা (১৬), সাঁথিয়া উপজেলার হাসানপুর গ্রামের মৃত হাকিমের ছেলে ভ্যান চালক ইলিয়াস (৪৫) ও সুজানগর উপজেলার অন্ধারকোটা গ্রামের মৃত কাশেমের ছেলে হারুন (২৪)।

পাবনা মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আলী রেজা জানান, বুধবার রাতে পাবনা-নগড়বাড়ি মহাসড়কের চিনাখড়া নামক স্থানে ফিডার রাস্তা হতে মহাসড়ক ক্রসিংয়ের সময় যাত্রীবাহী একটি ভ্যানকে ঢাকাগামী সি-লাইন কোচ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক ইলিয়াস মারা যান। ভ্যানে থাকা সোহেল রানা ও হারুনকে গুরুতর আহত অবস্থায় পাবনা সদর হাসপাতালে নেওয়া হলে রাতেই তাদের মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনার পর ঘাতক বাস চালক বাস নিয়ে পালিয়ে গিয়ে সাথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের মধ্যে বাস রেখে পালিয়ে যায়। পরে সাথিয়া থানা পুলিশ ঘাতক বাসটি আটক করে। পরে মাধপুর হাইওয়ে পুলিশ বাসটি তাদের হেফাজতে নিয়ে আসে। বৃহস্পতিবার সকালে নিহত তিনজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। এ ঘটনায় ঘাতক বাস চালকসহ মালিক পক্ষের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।