ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরায় ৬ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরায় ৬ জেলে আটক

সাতক্ষীরা: সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ছয় জেলেকে আটক করেছে বন বিভাগের সদস্যরা। এসময় একটি ট্রলার, একটি কাটি জাল, গুড়া মাছ ও মাছ ধরার কাজে ব্যবহৃত আনুষাঙ্গিক মালামাল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের ৪৬ নম্বর কম্পার্টমেন্টের খাল থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের মজিদ মোড়লের ছেলে নুরুজ্জামান (৪৩) ও নুর মোহাম্মদ (৩২), গফুর মোড়লের ছেলে ইউসুফ আলী (৩০), আজিজ সরদারের ছেলে শামীম হোসেন (৩০), মোবারক মোড়লের ছেলে মহররম হোসেন (২৩) ও মৃত মাদার মোড়লের ছেলে মোবারক মোড়ল (৫৫)।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এমএ হাসান বলেন, সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে একটি ট্রলার, একটি কাটি জাল, গুড়া মাছ ও মাছ ধরার কাজে ব্যবহৃত আনুষাঙ্গিক মালামালসহ ৬ জেলেকে আটক করা হয়। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।