ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বর্ধিত ভাড়া প্রত্যাহার ও খুলনার সড়ক সংস্কারের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
বর্ধিত ভাড়া প্রত্যাহার ও খুলনার সড়ক সংস্কারের দাবি

খুলনা: মহামারি করোনা সংকট মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে পরিবহন ব্যবসায়ীদের কথা চিন্তা করে সরকার দেশব্যাপী পরিবহন ভাড়া ৬০ শতাংশ হারে বৃদ্ধি করে। কিন্তু বর্তমানে দেশের কোথাও পরিবহন বাসগুলোতে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না।

অথচ বর্ধিত ভাড়া ঠিকই যাত্রীদের নিকট থেকে আদায় করা হচ্ছে।

অন্যদিকে খুলনা মহানগর শিপইয়ার্ড-রূপসা, এমএ বারী লিংক রোড, বয়রা মেইন রোডসহ নগরীর প্রধান প্রধান সকল সড়ক খানাখন্দে ভরা, দীর্ঘদিন খুলনা ওয়াসার দায়িত্বহীন খোড়াখুড়ি, খুলনা সিটি করপোরেশনের ড্রেন নির্মানের নামে সময় দীর্ঘায়িত করা এবং বিটিসিএল-এর খোড়াখুড়ির কারণে সড়কগুলোর বেহাল দশা। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এগুলোর কোনো কার্যক্রম চোখে পড়ে না।

অবিলম্বে বর্ধিত ভাড়া প্রত্যাহার এবং নগরবাসীর ভোগান্তিরোধে সড়কগুলো সংস্কারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন,নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার আহ্বায়ক এসএম ইকবাল হোসেন বিপ্লব, এমএ কাশেম, যুগ্ম আহবায়ক এমডি খাইরুল ইসলাম জনি, যুগ্ম আহবায়ক শেখ মনির আহমেদ মুন্না,মো:সাইফুল ইসলাম,এসএম সোহেল ইসহাক, শেখ মো: নাসিরউদ্দিন,মো: নজরুল ইসলাম,সামছুন নাহার লিপি, বনানী আফরোজা, মো: নাজমুল হোসেন,আফজাল দেওয়ান, আনোয়ারা পারভীন আক্তার পরী, এসএমএ রহিম, শিরিনা পারভীন, রোজী ইসলাম নদী, এ্যাডভোকেট মো: মেহেদী ইনছার, অধ্যাপক তাসরিনা বেগম,সহকারী অধ্যাপক এমএ মান্নান বাবলু,শেখ মো: বাহালুল আলম, আব্দুস সালাম শিমুল, মো: মনিরুল ইসলাম সোহাগ,মাহমুদা আক্তার লিজা, খ ম শাহীন, হারুন অর রশীদ খান, মো: শহিদুল ইসলাম জনি, মো: রাকিবউদ্দির ফারাজী,মো: মাসুদ রানা, মো: সোলায়মান হোসেন, এসএম জাহিদ সিদ্দিকী,মো: আকরাম হোসেন, খান ইমরান আহমেদ, রেজাউল করিম, আবুল হাসান,মো: মোরশেদ আলম,মো: ফিরোজ আলী,শামসুল কাদের, কাজী রাসেল, জয়নাল ফরাজী, শেখ এনছান উল্লাহ রিংকু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
এমআরএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ