ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাড্ডায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
বাড্ডায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মধ্য বাড্ডায় মোটরসাইকেল দুর্ঘটনায় জারমিন জামান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

তিনি জানান, গত রাত ১১টার দিকে মধ্য বাড্ডায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মধ্যরাতে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় বোন রাকিবা আহমেদ জানান, বুধবার রাতে মোটরসাইকেলে বন্ধু গোপালকে সঙ্গে নিয়ে ঘুরতে বের হন জামান। এরপর রাত ১১টার দিকে বাসায় ফেরার সময় মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে বলে শুনতে পেরেছি। তবে কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা বলতে পারছি না। খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জামানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর গোপাল সামান্য আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
এজেডএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।