ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রাষ্ট্রপতির কাছে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০২০
রাষ্ট্রপতির কাছে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বাংলাদেশে নতুন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কেয়ান।

ঢাকা: বাংলাদেশে নতুন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কেয়ান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে তার পরিচয়পত্র জমা দিয়েছেন।  বুধবার (১২ আগস্ট) বঙ্গভবনে তিনি এই পরিচয়পত্র পেশ করেন।

 ঢাকার দক্ষিণ কোরিয়ার দূতাবাস এ তথ্য জানিয়েছে।

পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রদূত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার সম্পর্ক আগামীতে আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করেন।

ঢাকায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হিসেবে গত ৬ জুলাই যোগ দেন লি জ্যাং কেয়ান। পেশাদার কূটনীতিক লি জ্যাং কেয়ান জেনেভায় জাতিসংঘে স্থায়ী মিশনে কোরিয়ার উপস্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত ছিলেন। এছাড়াও তিনি অস্ট্রিয়া, হাঙ্গেরি, মরোক্কো ও নিউইয়র্কের জাতিসংঘের কোরিয়া মিশনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

এর আগে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হিসেবে হু কং ইল দায়িত্ব পালন করে আসছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, আগস্ট ১২, ২০২০
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।