ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০২০
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রের মৃত্যু প্রতীকী ছবি

মেহেরপুর: মেহেরপুর শহরের খন্দকারপাড়া এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত হালিম নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হালিম মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামের জাব্বারুলের ছেলে। সে চলতি বছর এসএসসি পাস করেছে।  

জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে মেহেরপুর আসার সময় সদর উপজেলার খন্দকার পাড়ায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হয় হালিম। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।