ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আমিরাতে মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসা নবায়নে সময় বাড়লো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০২০
আমিরাতে মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসা নবায়নে সময় বাড়লো

ঢাকা: ভিজিট ভিসায় সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা ভিসা নবায়ন কিংবা বিনা জরিমানায় ইউএই ছড়ার সময় এক মাস বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিজিট ভিসায় সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যাদের ভিজিট ভিসার মেয়াদ ১ মার্চের পরে শেষ হয়েছে তারা তাদের ভিসা নবায়ন/ভিসা ট্রান্সফার কিংবা বিনা জরিমানায় ইউএই ত্যাগ করার জন্য আরও এক মাস (অর্থাৎ ১০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত) সময় পাবেন।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০২০
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।