ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নবীগঞ্জে সিআইডির ভুয়া কর্মকর্তা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০২০
নবীগঞ্জে সিআইডির ভুয়া কর্মকর্তা আটক আটক শোভন মাহমুদ

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিচয়ে ফার্মেসি থেকে টাকা হাতিয়ে নেওয়ার সময় শোভন মাহমুদ (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার ইনাতগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়।

শোভন রংপুর জেলার কতোয়ালী এলাকার আব্দুল আলীর ছেলে।  

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে ইনাতগঞ্জ বাজারের মা ফার্মেসিতে গিয়ে একটি ঘুমের ওষুধ চান শোভন। ফার্মেসি থেকে ওষুধ বের করে দিলে শোভন বলেন- আপনারা ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ বিক্রয় করেন কেন? আমি সিআইডির লোক। আপনাদের ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে। এ সময় ফার্মেসি মালিক দুই হাজার টাকা বের করে দিলেও তিনি সম্মত হননি। পরে স্থানীয়দের সন্দেহ হলে শোভনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সামাদ বাংলানিউজকে জানান, সিআইডির সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে ফার্মেসিতে টাকা দাবির অভিযোগে শোভনকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারেও পাঠানো হবে। মা ফার্মেসির মালিক মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।