ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুন্দরবনে অনুপ্রবেশের দায়ে ৯ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০২০
সুন্দরবনে অনুপ্রবেশের দায়ে ৯ জেলে আটক আটক নয় জেলে

বাগেরহাট: পাস পার্মিট ছাড়া সুন্দরবনে অনুপ্রবেশ করে মাছ আহরণের অপরাধে নয় জেলেকে আটক করেছে বন বিভাগ।

আটক জেলেদের মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের শহিদুল ইসলাম তালুকদার (৩০), হাসান মীর (২৮), সাদ্দাম হাওলাদার (২৭), রাসেল মাতব্বর (২৫), রাজু আকন (২৫), রাজু মীর (২৭), আছিব হাওলাদা (৩২), সাদ্দাম মীর (২০) ও মিলন খান (২০)।
 
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বাংলানিউজকে জানান, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের বেতমোড় খালের অভয়ারণ্য এলাকায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে সোমবার সন্ধ্যায় ওই নয় জেলেকে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে দু’টি নৌকা, আটটি সান্দি জাল, সোলারসহ মাছ ধরার সরঞ্জামাদি জব্দ করা হয়। আটকদের নামে বন আইনে মামলা দায়ের পূর্বক মঙ্গলবার সন্ধ্যায় আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।