ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

জাতীয়

গাজীপুরে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৯, আগস্ট ১১, ২০২০
গাজীপুরে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক মঙ্গলবার সকালে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের সাইনবোর্ড কলমেশ্বর এলাকায় বিক্ষোভ ও অবরোধ প্রত্যাহার করেছেন গার্মেন্টস শ্রমিকরা। এর আগে কারখানা স্থানান্তরের প্রতিবাদে ওই এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এর প্রায় দুই ঘণ্টা পর কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, সাইনবোর্ড কলমেশ্বর এলাকায় ব্যান্ডো ফ্যাশন লিমিটেড নামে একটি কারখানা শ্রীপুরে সরিয়ে নেয় কর্তৃপক্ষ। পরে শ্রমিকরা কারখানার সামনে টাঙানো নোটিশ দেখে এটি জানতে পারেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে শতশত শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে মেট্রোপলিটন ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

ওই কারখানায় আড়াই হাজার শ্রমিক কাজ করতেন বলে জানা গেছে। এসআই কামরুজ্জামান জানান, যেসব শ্রমিক শ্রীপুরে গিয়ে কাজ করতে আগ্রহী, তারা সেখানে যোগ দিতে পারবেন। এছাড়া অন্য শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে তাদের বুঝিয়ে শান্ত করা হয়। এক পর্যায়ে আলোচনার মাধ্যমে শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। এতে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০২০
আরএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ