ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

তৌফিক-ই-ইলাহীর সঙ্গে রীভা গাঙ্গুলির সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
তৌফিক-ই-ইলাহীর সঙ্গে রীভা গাঙ্গুলির সাক্ষাৎ তৌফিক-ই-ইলাহীর সঙ্গে রীভা গাঙ্গুলির বিদায়ী সাক্ষাৎ/ ছবি: বাংলানিউজ

ঢাকা: প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ।

সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন তারা।

সাক্ষাতে তারা বলেন, বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আশা করা যায় এ ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং সম্পর্ক আরও গভীর ও ব্যাপক হবে।

নতুন কর্মস্থলে ভারতের হাইকমিশানের সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

বাংলাদেশ সময়: ২৩২৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
এমইউএম/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।