ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিসিকের অন্তর্ভুক্ত হলো শাবিপ্রবি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
সিসিকের অন্তর্ভুক্ত হলো শাবিপ্রবি শাবিপ্রবির প্রধান ফটক

শাবিপ্রবি (সিলেট): সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পরিধি নতুনভাবে সম্প্রসারণ হওয়ায় এর অন্তর্ভুক্ত হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।

সিসিকের পরিধি সম্প্রসারণের জন্য রোববার (০৯ আগস্ট) এক গণবিজ্ঞপ্তি জারি করে সিলেট জেলা প্রশাসন।

অন্তর্ভুক্তির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আমাদের দাবি ছিল শাবিপ্রবিকে সিলেট সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করার। পরিশেষে গতকাল সিলেট জেলা প্রশাসন গণবিজ্ঞপ্তি জারি করেছে। এতে আমাদের বিশ্ববিদ্যালয়ও অন্তর্ভুক্ত হয়েছে। আশাকরি এই অন্তর্ভুক্তির ফলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজ আরও তরান্বিত হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শিক্ষকদের দীর্ঘদিনের দাবি এবং আমাদের প্রচেষ্টার ফলে শাবিপ্রবি সিসিকের অন্তর্ভুক্ত হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পাওয়ার পর থেকে শাবিপ্রবিকে সিসিকে অন্তর্ভুক্ত করতে নানা উদ্যোগ নেন।  

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।