ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিনহা হত্যা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির মেয়াদ বাড়ালো

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
সিনহা হত্যা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির মেয়াদ বাড়ালো

ঢাকা: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনা তদন্তে গঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময় এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

সোমবার (১০ আগস্ট) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানান, প্রতিবেদন জমা দিতে আরও সাত কার্যদিবস সময় পেয়েছে তদন্ত কমিটি।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজারের মেরিন ড্রাইভে পুলিশ চেকপোস্টে খুন হন সেনাবাহিনীর ওই অবসরপ্রাপ্ত মেজর। এ ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে প্রধান করে একটি কমিটি গঠন করে।

কমিটির পক্ষ থেকে আবেদন জানানোর পরিপ্রেক্ষিতে সময় বাড়ানো হয়েছে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

অবসরপ্রাপ্ত ওই মেজর খুনের ঘটনায় টেকনাফের ওসি প্রদীপসহ সাত পুলিশ গ্রেফতার হয়েছেন। এ মামলার তদন্ত সংস্থা র‌্যাবের হাতে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।