ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনায় মারা গেলেন রামেকের সাবেক অধ্যাপক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
করোনায় মারা গেলেন রামেকের সাবেক অধ্যাপক

রাজশাহী: করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) কমিউনিটি মেডিসিনের সাবেক অধ্যাপক ডা. মোস্তাক হোসেন আনসারীর (৬৫) মারা গেছেন।
সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, রাজশাহী মেডিক্যাল কলেজের সাবেক অধ্যাপক ডা. মোস্তাক হোসেন আনসারীর শরীরে গত ২৫ জুলাই করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছিলেন।

গত ২ আগস্ট শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ওইদিন থেকে হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। সোমবার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  
পরে কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে তার মরদেহ দাফনের ব্যবস্থা করা হয় বলেও জানান হাসপাতাল উপপরিচালক।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।