ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিঙ্গাইরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
সিঙ্গাইরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ভেজালবিরোধী অভিযান

মানিকগঞ্জ: মেয়াদোত্তীর্ণ ওষুধ, বাসি খাবার বিক্রিসহ বিভিন্ন অপরাধে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার(১০ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

 

বাংলানিউজকে আসাদুজ্জামান রুমেল জানান, সিঙ্গাইরের ইসলাম নগর, জয়মন্টপ ও ভূমদক্ষিণ বাজারে অভিযান চালানো হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে ভাই ভাই ফার্মেসিকে ২৫ হাজার, মাসুদ ফার্মেসিকে ৫ হাজার, মেয়াদোত্তীর্ণ চিপস ও কোমল পানীয় বিক্রি করায় আব্দুল কাদির স্টোরকে ১০ হাজার, বাসি খাবার বিক্রি করায় তোয়া হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।  

ভেজালবিরোধী অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবুল কালাম আজাদ ও ব্যাটালিয়ন আনসার, মানিকগঞ্জ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।