ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিনহার সঙ্গে আমার পরিচয় ছিল না: ইলিয়াছ কোবরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
সিনহার সঙ্গে আমার পরিচয় ছিল না: ইলিয়াছ কোবরা

কক্সবাজার: সিনহা নামে কাউকে আমি চিনি না। নয়-দশদিন পরে যে কথাটি আসছে, তাকে (সিনহা) আমার বাগান বাড়িতে নিয়ে গেছি, এটি একটি মিথ্যা ও বানোয়াট কথা।

এমনকী টেকনাফের নোয়াখালী পাড়ায় আমার কোনো বাগানবাড়িও নেই। আপনারা এটি খোঁজ নিয়ে দেখেন।

সোমবার (১০ আগস্ট) বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিনেতা ইলিয়াছ কোবরা এ দাবি করেন।

তিনি বলেন, বলা হয়েছে আমি ওসি প্রদীপ সাহেবের মোবাইলে অনেকগুলো এসএমএস দিয়েছি। এটাও ভুয়া কথা। আমি মানহানি ও অপপ্রচারের অভিযোগে একটি জাতীয় পত্রিকা ও রিপোর্টারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি।   
  
এসময় ইলিয়াছ কোবরা আশঙ্কা প্রকাশ করেন, তার এলাকার একটি মসজিদ সংক্রান্ত বিরোধ কেন্দ্র করে কিছু মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে।  

গত ৩১ জুলাই ইলিয়াছ কোবরা তার বাগানবাড়ি ঘুরিয়ে দেখানোর জন্য সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে টেকনাফের নোয়াখালিয়া পাড়ায় রেখে দিয়েছিলেন বলে গণমাধ্যমে খবর আসে। ওইদিনই হত্যার শিকার হন সিনহা। সংবাদ সম্মেলনে এ হত্যাকাণ্ডে তার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০ 
এসবি/এএ         

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।