ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাজিতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
বাজিতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কিশোরের মৃত্যু প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিয়াম (১৪) ও নাঈম (১৫) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো এক কিশোর।

সোমবার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার বলিয়ারদী ইউনিয়নের সাপলেঞ্জা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত সিয়াম উপজেলার সাপলেঞ্জা গ্রামের মোশারফ হোসেনের ছেলে এবং নাঈম একই গ্রামের হাবলু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সাপলেঞ্জা গ্রামের কয়েকজন কিশোর একটি ভ্যানগাড়ি চালানোর সময় ভ্যানগাড়িটি একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় ভ্যানটি উদ্ধার করতে এগিয়ে আসে পাশে থাকা সিয়াম ও নাঈমসহ তিন কিশোর। একপর্যায়ে সেখানে নিচু হয়ে থাকা বিদ্যুতের তারে ছোঁয়া লাগলে ঘটনাস্থলেই সিয়াম ও নাঈম মারা যায়। আর বিদ্যুৎস্পৃষ্ট হয় অপর কিশোর। পরে তাকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।  

বাজিতপুর থানার পরিদর্শক (তদন্ত) সারোয়ার জাহান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
এসআই 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।