ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সোনারগাঁয়ে দুই চাঁদাবাজ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
সোনারগাঁয়ে দুই চাঁদাবাজ আটক আটক জিয়াউর রহমান ওরফে জিয়া ও মো. বাপ্পি মিয়া

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় যাত্রাবাহী পরিবহন থেকে চাঁদা আদায়কালে দুই চাঁদাবাজকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

সোমবার (১০ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।  

আটকরা হলেন- জিয়াউর রহমান ওরফে জিয়া (২৫) ও মো. বাপ্পি মিয়া (৪০)। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির সাত হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে জিয়া ও বাবুলের নেতৃত্বে একটি চাঁদাবাজ চক্র কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়কে চলাচলরত যাত্রাবাহী পরিবহন বাস থামিয়ে গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ি প্রতি ৫০ থেকে ১০০ টাকা করে চাঁদা আদায় করে আসছে। তারা দীর্ঘদিন ধরে পলাতক আসামিদের পরস্পর যোগসাজশে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় চলাচলরত যাত্রাবাহী বাস থামিয়ে বাসের চালক ও হেলপারকে গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বকভাবে চাঁদা আদায় করে আসছিল। তাদের অত্যাচারে পরিবহন চালকরা অতিষ্ঠ।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।