ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বগুড়ায় ছিনতাইকারী চক্রের ৫ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
বগুড়ায় ছিনতাইকারী চক্রের ৫ সদস্য আটক

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) দুপুরে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন শহরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম।

আটকরা হলেন- সদর উপজেলার বৃন্দাবনপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে টুটুল ওরফে বাবু (৪০), শের আলির ছেলে টগর (২৬), মৃত মন্তেজারের ছেলে রয়েল (২৯), মৃত বাছেদের ছেলে হাসিবুল হাসান (২৮) ও কাটনারপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে সাদ্দাম (২৮)।

ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, রোববার (৯ আগস্ট) রাতে সদর উপজেলার বৃন্দাবনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক হওয়া ৫ ব্যক্তি ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা ছিনতাইয়ের পাশাপাশি এলাকায় মাদক সেবন এবং বিভিন্ন চুরির কাজেও লিপ্ত ছিল। সোমবার দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।