ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

জাতীয়

পাকুন্দিয়ায় নৌকা ডুবে স্কুলছাত্র নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১০, আগস্ট ১০, ২০২০
পাকুন্দিয়ায় নৌকা ডুবে স্কুলছাত্র নিখোঁজ পাকুন্দিয়ায় নৌকা ডুবে স্কুলছাত্র নিখোঁজ ( প্রতীকি ছবি)

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নৌকা ডুবে ফাহাদ (১১) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।

রোববার (৯ আগস্ট) বিকেলে উপজেলার বাহাদিয়া এলাকার ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ফাহাদ উপজেলার বাহাদিয়া গ্রামের দ্বীন ইসলামের ছেলে এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের ছাত্র।  

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৯ আগস্ট) বিকেলে ফাহাদসহ আরো ৫ জন ছোট নৌকা দিয়ে ব্রহ্মপুত্র নদে ঘুরতে বের হয়। এ সময় পানির স্রোতে নৌকাটি ডুবে যায়। পরে ৫ জন নদের তীরে উঠলেও ফাহাদ নিখোঁজ থাকে। সন্ধ্যা পর্যন্ত স্থানীয় লোকজন দুর্ঘটনাস্থলসহ নদের আশপাশে চেষ্টা করেও ফাহাদের খোঁজ পায়নি।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ০৭০৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।