ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

সড়ক দুর্ঘটনায় আবু নাসের হাসপাতালের হিসাবরক্ষক ও কেয়ার টেকার নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩১, আগস্ট ১০, ২০২০
সড়ক দুর্ঘটনায় আবু নাসের হাসপাতালের হিসাবরক্ষক ও কেয়ার টেকার নিহত সড়ক দুর্ঘটনায় আবু নাসের হাসপাতালের হিসাবরক্ষক ও কেয়ার টেকার নিহত

খুলনা: দুর্ঘটনায় খুলনার শহীদ শেখ আবু নাসের হাসপাতালের হিসাবরক্ষক রোকনুজ্জামান লিটু ও ইন্সট্রুমেন্ট কেয়ার টেকার সাকিব হোসেন নিহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা থানাধীন মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই ওই দুজন মারা যান।

পাটকেলঘাটা থানার এসআই সুব্রত জানান, মির্জাপুর বাজারের কিছু সামনে শ্মশানঘাট এলাকায় একটি ট্রাক দাঁড়িয়েছিল। এ সময় সাতক্ষীরাগামী একটি মোটরসাইকেল দ্রুতগতিতে ছুটে এসে ট্রাকটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুজন মাথায় আঘাত লেগে মারা যান। পরে পাটকেলঘাটা থানা পুলিশ মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

তিনি আরও বলেন, মোটরসাইলেকের চালক ছিলেন সাকিব হোসেন। তার মাথায় মারাত্মক জখম হয়েছে। তাদের পকেট সার্চ করে কোনো ধরনের কাগজপত্র বা ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০৬৩১ ঘণ্টা, আগস্ট ১০ , ২০২০
এমআরএম/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।