ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মরহুম আলহাজ্ব আবদুস সোবহানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
মরহুম আলহাজ্ব আবদুস সোবহানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত আবদুস সোবহান

বিশিষ্ট আইনজীবী, সমাজসেবক ও শিক্ষানুরাগী মরহুম আলহাজ্ব আবদুস সোবহান’র মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।  

রোববার (৯ আগস্ট) ছিলো তার ৪৫তম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন মসজিদ মাদরাসায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এন ব্লক- এ রাহমানিয়া মাদরাসা, কে ব্লক- এ মদিনাতুল উলুম মাদরাসা, মারকাজুল ফিকরিল ইসলামী, ঢালিবাড়ি নুরন্নবী মাদরাসা ও এতিমখানা- এসব প্রতিষ্ঠান ছাড়াও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার মসজিদে দোয়া মাহফিল, ইসালে সওয়াব অনুষ্ঠিত হয় এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়।

এর আগে রাহমানিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ও ওস্তাদ এবং বসুন্ধরা গ্রুপের কর্মকর্তারা বনানীতে মরহুমের কবর জেয়ারত ও তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

মরহুম আলহাজ্ব আবদুস সোবহান বিশিষ্ট শিল্পপতি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের বাবা।  

বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।