ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হাতিরঝিলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, আগস্ট ৯, ২০২০
হাতিরঝিলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মগবাজার নয়াটোলার একটি বাসা থেকে বিপ্লব সরকার (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) বিকেল ৫টায় দিকে নয়াটোলার ২৮৯/১ নম্বর বাসার পঞ্চম তলার একটি রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দেবনাথ বাংলানিউজকে জানান, বিপ্লবের বাড়ি বরগুনা পাথরঘাটা উপজেলায়। মগবাজার নয়াটোলা ২৮৯/১ নম্বর বাড়ির পঞ্চম তলায় একটি বাসায় ভাড়া থাকতেন। তিনি আইসিডিডিআরবি’তে চাকরি করেতেন। তার স্ত্রী সন্তান গ্রামের বাড়িতে থাকেন। তিনি একাই থাকতেন ওই বাসায়।

দুপুরে প্রতিবেশি ভাড়াটিয়ারা ওই বাসা থেকে দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেন। পরে বিকেলে বাসার দরজা খুলে ভেতরে ঢুকে বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তখনও বাথরুমের কল থেকে পানি পড়ছিল।

এসআই আরও জানান, শুক্রবার থেকে স্ত্রীসহ পরিবারের কারোর সঙ্গে তার যোগাযোগ হয়নি। ধারণা করা হচ্ছে অসুস্থ্যতা জনিত কারণে ২-৩ দিন আগে তার মৃত্যু হয়। মরদেহ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২০
এজেডএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।