ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাঙামাটির ২০ সাংবাদিক পেলেন প্রধানমন্ত্রীর সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, আগস্ট ৯, ২০২০
রাঙামাটির ২০ সাংবাদিক পেলেন প্রধানমন্ত্রীর সহায়তা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান

রাঙামাটি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া করোনাকালীন সহায়তা পেয়েছেন রাঙামাটির  রাঙামাটির ২০ সাংবাদিক।  

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় রোববার (৯ আগস্ট) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসকের (ডিসি) সন্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাকে সাংবাদিকদের হাতে এ সহায়তার চেক তুলে দেওয়া হয়।

 

রাঙামাটি জেলায় কর্মরত ২০ জন সাংবাদিককে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা দেওয়া হয়।

সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।  

রাঙামাটির ডিসি একেএম মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মহিলা সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন পাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব মহসিন কাজী, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক ও রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা।

বক্তারা বলেন, সাংবাদিকদের কথা ভেবে যে মহতি উদ্যোগ গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসার দাবিদার। এই দুর্যোগের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা গণমাধ্যম কর্মীদের জন্য একটা স্বীকৃতি। এটা কোনো সহায়তা নয়, প্রধানমন্ত্রীর উপহার।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad