ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশাল উদীচী শিল্পিগোষ্ঠীর জেলার সভাপতিকে হুমকি, থানায় জিডি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ৯, ২০২০
বরিশাল উদীচী শিল্পিগোষ্ঠীর জেলার সভাপতিকে হুমকি, থানায় জিডি

বরিশাল: বরিশাল উদীচী শিল্পিগোষ্ঠীর জেলার সভাপতি ও স্থানীয় দৈনিক ভোরের আলো পত্রিকার সম্পাদক সাইফুর রহমান মিরণকে হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।



রোববার (৯ আগস্ট) দুপুরে বরিশাল নগরের কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন সাইফুর রহমান মিরণ নিজেই।  


জিডিতে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) উদীচী কার্যালয়ে চিঠির বাক্স খুলে বেনামে একটি চিঠি পান। যে চিঠিতে স্থানীয় নানান ইস্যুতে আন্দোলনে সম্পৃক্ত থাকায় তা থেকে বিরত থাকতে বলা হয়। না হলে পরোক্ষভাবে হত্যার হুমকি দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে ‘কালো মেঘে গ্রাস করার আগেই নিদ্রায় চলে যান’।
সাধারণ ডায়েরি গ্রহণ করে তদন্ত এবং আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২০
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ