ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে ছাগলে গাছের পাতা খাওয়ায় সংঘর্ষ, নিহত ১ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, আগস্ট ৯, ২০২০
ময়মনসিংহে ছাগলে গাছের পাতা খাওয়ায় সংঘর্ষ, নিহত ১ 

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ছাগলে গাছের পাতা খাওয়ায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মনির হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছে আরও ৬ জন।  

রোববার (৯ আগস্ট) দুপুরে উপজেলার নওধার গ্রামে এ ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বাংলানিউজকে জানান, উপজেলার নওধার গ্রামের রইচ উদ্দিনের ছাগল প্রতিবেশি আশরাফুলের গাছের পাতা খেলে ফেলে। এই নিয়ে রইচ উদ্দিন ও আশরাফুলের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে আশরাফুলের লোকজন রইচ উদ্দিনের ছেলে মনিরকে লাঠি দিয়ে আঘাত করেন। এ সময় তাকে রক্ষায় অন্যরা ছুটে এলে তাদেরকেও একইভাবে আঘাত করা হয়। এ ঘটনায় রইচ উদ্দিন ও তার ছেলে মনিরসহ সাতজন আহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে মনিরের মৃত্যু হয়।

তিনি আরও জানান, আহতদের মধ্যে ছয়জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যেই পুলিশ পাঁচ জনকে আটক করেছে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২০ 
একে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।