ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ভবদহে জলাবদ্ধতা নিরসনে টিআরএম প্রকল্প বাস্তবায়নের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০২০
ভবদহে জলাবদ্ধতা নিরসনে টিআরএম প্রকল্প বাস্তবায়নের দাবি মানববন্ধন/ ছবি: বাংলানিউজ

যশোর:  যশোরের অভয়নগর উপজেলার ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি।

রোববার (০৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় কালেক্টরেট ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে ভবদহসহ আশপাশের এলাকার শতাধিক বাসিন্দা অংশ নেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, যশোরের অভয়নগর, মনিরামপুর, কেশবপুরসহ আশপাশের ২০০ গ্রামের ১০ লাখ মানুষ জলাবদ্ধতার আশঙ্কায় ভুগছে। ইতোমধ্যে বিল বোকর, বিল কেদারিয়া, বিল কপালিয়াসহ অন্যান্য বিলে পানি থই থই করছে। কয়েকটি গ্রামের বাড়ি ঘরে পানি চলে এসেছে। যেখানে প্রায় পানিশূন্য অবস্থায় রয়েছে নদী। একটি মহল এ অঞ্চলগুলোকে জলাশয় দেখিয়ে ৮ শত ৮ কোটি টাকার গণস্বার্থ পরিপন্থি প্রকল্প বাস্তবায়নের পায়তারা করছে।  

অবিলম্বে এই প্রকল্প বাতিল করে ২০১৭ সালে গৃহীত বিল কপালিয়াসহ অপরাপর বিলে টিআরএম প্রকল্প বাস্তবায়নের জোর দাবি জানান তারা।  

মানববন্ধনে বক্তব্য রাখেন, পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হামিদ, কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবীর জাহিদ, সদস্য সচিব চৈতন্য পাল, উপদেষ্টা হাচিনুর রহমান, নাজিমুদ্দিন আহমেদ, জিল্লুর রহমান ভিটু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২০
ইউজি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।